খুলনা জেলার আগষ্ট’২৪ মাসের কল্যাণ সভা আজ বুধবার (১৪ আগষ্ট ২০২৪) খুলনা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।
ডিআইজি কল্যাণ সভার শুরুতেই “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” এ শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি সভায় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। প্রচলিত আইন ও বিধি মোতাবেক খুলনা জেলা পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখেছে। ডিআইজি সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও কল্যাণ সভায় অংশগ্রহণকারী খুলনা জেলার সকল পুলিশ সদস্যকে তাদের নিজ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহন, অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণে কাজ করার জন্য খুলনা জেলার পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন। কল্যাণ সভার শেষে নিহত পুলিশ ও ছাত্রজনতার উদ্দেশ্য করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বর্ণিত সভায় আরও উপস্থিত ছিলেন নওরোজ হাসান তালুকদার, কম্যান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, খুলনা, মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম(বার), পুলিশ সুপার, খুলনা এবং খুলনা জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।