সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের সার্বিক কার্যক্রম শুরুর বিষয়ে থানা পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন বর্ডার গার্ড বিজিবির নীল ডুমুর ১৭ ব্যাটালিয়ানের সিইও লেফটেন্যান্ট কর্নেল সানবীর হাসান মজুমদার।
আজ শনিবার (১০ আগস্ট ‘২৪) বেলা দেড়টায় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এসময়ে বিজিবির সিইও সানবীর হাসান মজুমদার বলেন এখন থেকে জনগণের সেবায় সকল প্রকার সহিংসতা বন্দে সার্বিক নিরাপত্তায় কালিগঞ্জ থানা পুলিশের কার্যক্রম শুরু করতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বিজিবির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেণ। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান। এরপরে থানার গোলচত্ত্বরে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দের সাথে মতবিনিময় করেণ।