সাতক্ষীরায় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
আজ শনিবার (১০ আগস্ট ‘২৪) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুল হোসেন রনির নেতৃত্বে শিক্ষার্থীরা শহর ও শহরের আসপাশের বাজার গুলো পরিদর্শন করেন।
এ সময় তারা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ করেন।
একই সময় তারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাদ্যের মান দেখেন এবং পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত এমন কর্মসূচি চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।
এ দিকে আজো শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শহরে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে।
বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদরা শহরের খুলনা রোড মোড়, নিউ মার্কেট মোড়, সঙ্গীতার মোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। এসময় অটোরিকশাসহ অন্যান্য যানবাহনকে ট্রাফিক আইন মেনে সারিবদ্ধভাবে চলাচলের পরামর্শ দিচ্ছেন ছাত্ররা।