দেশের বর্তমান পরিস্থিতিতে হিন্দু ধর্মীয় পরিবার ও ধর্মীয় উপসানাল রক্ষায় সুধী সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দরা।
আজ শুক্রবার (৯ আগস্ট’২৪) সকাল থেকে সাতক্ষীরার দেবহাটার বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন দলীটির নেতৃবৃন্দরা। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে হিন্দু ধর্মীয় পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করেন এবং বিভিন্ন মন্দিরের নিরাপত্তা বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হামলা ও বাড়িঘর ভাংচুর থেকে বিরত থাকতে মানুষকে সচেতন করেন। এদিকে গাজীরহাট বাজারস্থ মন্দিরে সুধী সমাবেশের আয়োজন করে নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী। এতে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমান, নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, মাওলানা সামসুল আরিফ, বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ সুলাইমান হোসেন, সেক্রেটারী মাওলানা ইমদাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এসময় সকল নেতাকর্মীদের হিংসামূলক কর্মকান্ড পরিহার করে মানবকল্যাণকর কাজের নির্দেশ প্রদান করা হয়। একই সাথে মানুষের সম্পদ দখল করা। মানুষের উপর জুলুম করা বন্ধ করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, তাই সংঘাত নয় শান্তি চাই। দেশের শান্তিশৃঙ্খলা বাজায় রাখা সকলের দরকার। যার যে ধর্ম নিজের মত পালন করবে। কোন সম্প্রতি নষ্ট করা যাবে না। যাতে শান্তি প্রতিষ্ঠা হয় সেই কাজ করতে হবে।