সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া বিএনপি’র ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট ‘২৪) গাজীরহাট বাজারস্থ এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র শেখ সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুব বাবু।
অন্যান্যদের মধ্য বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল হাবিব মন্টু, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি সাফায়েত হোসেন বাচ্চু, উপজেলা জাসস এর সভাপতি ইদ্রিস হোসেন, পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সানা, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, বিএনপি একটি গনতান্ত্রিক দল। আমরা সব সময় শান্তির পক্ষে কাজ করি। দীর্ঘ দিন স্বৈরশাসক দেশটাকে ধ্বংশের মুখে ফেলে দিয়েছিল। আজ আমরা ২য় স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীনতা ধরে রাখতে আমরা হিংসা ও ধ্বংশমুলক কর্মকান্ড পরিহার করি।