সাতক্ষীরার তালায় চলমান ও অনাকাঙ্খিত বিচ্ছিন্ন ঘটনা বন্ধে ও সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ আগষ্ট ‘২৪) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপত্বি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুব দলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সাবেক সভাপতি স ম ইয়াছিন উল্লাহ, তালা সদর ইউনিয়নের সভাপতি আবুল কালাম বিশ্বাস, ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদ, খলিলনগর ইউনিয়ন সভাপতি মাষ্টার শহিদুল ইসলাম, বিএনপির নেতা আছির উদ্দীন, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রদলের সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ।
এসময় নেতারা বলেন এই চলমান পরিস্থিতি নিয়ে কিছু দূবৃত্তরা অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে বিএনপি এটা কোন ভাবেই সমর্থন করেনা। এটাকে রুখে দিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে নির্দেশ দেওয়া হয়েছে।