সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে গবাদী পশু (গরু) প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ আগষ্ট ‘২৪) বেলা ১টায় উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ গবাদী পশু (গরু) প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমবায় অফিসার মনোজিত মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল হোসেন, ইউপি সদস্য রবিউল ইসলাম সহ উপকারভোগীরা।