
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (০৯ জুলাই ‘২৪) বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে ও মেরিডিয়ান ইনস্টিটিউট এর আর্থিক সহায়তায় ও ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর কারীগরি সহযোগিতায় Securing Blue carbon প্রকল্পের প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদুজ্জামান সাঈদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সামাজ সেবা অফিসার মোঃ আরিফুল জামাল, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, বুড়িগোয়ালিনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ রউফ, মুন্সীগঞ্জ ইউনিয়নের মেম্বার হরিদাস হালদার, শিক্ষক ও সাংবাদিক রণজিৎ কুমার বর্মন, শিক্ষক মানবেন্দ্র দেবনাথ, গন্যমান্য গণমাধ্যম ও মিডিয়া কর্মীবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ লিডার্সের কর্মকর্তাবৃন্দ।
এই অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন Securing Blue carbon বিষয়টি নতুন ও এর কাজ ও অনেক চ্যালেঞ্জিং এবং গবেষনা নির্ভর কাজ।জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যা হচ্ছে এই প্রকল্পটি তা প্রশমনে কাজ করবে। তিনি এই প্রকল্পের সফলতা কামনা করেন।
এই অবহিতকরন সভায় প্রকল্প বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে বিশদবর্ননা করেন প্রকল্প এর টিম লিডার সুপর্ণা মিত্র।
তিনি বলেন, এই প্রকল্প উপকূলীয় অঞ্চলের খাসজমি ও নদীর চরে বনায়নের মাধ্যমে কার্বন উদগীরণ কমানো এবং সুন্দরবন নির্ভরশীল জনগণের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয়ভাবে পরীক্ষামূলক ভাবে বাস্তবায়ন করা হবে।
শ্যামনগর উপজেলায় দুইটি ইউনিয়নের ২টি গ্রাম যথাক্রমে মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর এলাকায় গবেষণা মূলক কাজ করবে।
এছাড়াও প্রকল্পের নানা দিক তিনি তার বক্তব্যের মাধ্যমে সকলকে অবহিত করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদুজ্জামান সাঈদ বক্তব্যে বলেন, যেহেতু Securing Blue carbon বিষয়টি নতুন তাই এটি নিয়ে গবেষনা করে কাজ করা উচিত।
লিডার্স এমন একটি নতুন বিষয় নিয়ে কাজ করার জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।
বর্তমানে জলবায়ু পরিবর্তন এবং কার্বন উদগীরণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন মানবতার জন্য হুমকি স্বরূপ।সুন্দরবনের ইকোসিস্টেম সংরক্ষণে এর উপর নির্ভরশীল মৎস্যজীবীদের সচেতন করে তোলা, তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও তাদের অধিকার আদায়ে আরো সচেষ্ট করে তোলা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
একইসঙ্গে গবেষণা পরিচালনার মাধ্যমে নীতি মালা প্রণয়নে সুনির্দিষ্ট তথ্য ও দিক নির্দেশনা প্রদান করা এই প্রকল্পের অন্যতম আরো একটি উদ্দেশ্য। উক্ত প্রকল্প কার্বন উদগীরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা কমাতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।