সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্কাউট কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৮ জুলাই ‘২৪) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট এর সভাপতি দীপঙ্কর দাশ দীপু’র সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটস কমিটির সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু’র সঞ্চালনায় সভায় উপজেলা স্কাউটস কমিটির সদস্যদের বার্ষিক চাঁদা আদায়, উপজেলা স্কাউটস কমিটি পুনরায় গঠন, ভবন নির্মাণসহ আগামীতে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কালিগঞ্জ পাইলট মডেল সরকারি স্কুলের সহকারী শিক্ষক শাহিনুর রহমান শাহিন ও সৈয়দ মোমিনুর রহমান, শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশির কুমার দত্ত, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সরকারি শিক্ষক অচিন্ত্য কুমার, ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আক্তার চায়না প্রমূখ। এছাড়াও উপজেলা স্কাউট কমিটি ও কাপ লিডারগন উপস্থিত ছিলেন।