সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুর ২ নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৮ জুলাই ‘২৪) বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।
পৌরসভার অর্থায়নে মুনজিতপুর বিসমিল্লাহ জামে মসজিদের প্রধান সড়কের সামনে নিপুনসু- বাড়ির হইতে নারায়ণ চন্দ্র দত্তের বাড়ির সামনে পর্যন্ত ৩শ’ ৪ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপাকে সাধুবাদ জানিয়েছে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এসময় উপস্থিত সকলকে মিষ্টি খাওয়ানো হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, এলাকাবাসী শিক্ষক সুব্রত কর্মকার, মীর তাজুল ইসলাম রিপন, মীর মাসুদ পারভেজ সুমন, দুলাল কর্মকার, অরুণ কর্মকার, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ- সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার শফিকুল ইসলাম সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।