সাতক্ষীরা জেলার কালীগঞ্জ সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেন আজ রবিবার (২৩ জুন ‘২৪) জয়দেব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ।
এ সময় তাকে স্বাগত জানান সাতক্ষীর পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। সঙ্গে ছিলেন মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ও আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা। পরে অফিস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল অতিরিক্ত ডিআইজি-কে “গার্ড অব অনার” প্রদান করেন।
তারপর অতিরিক্ত ডিআইজি কালীগঞ্জ সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্ট্রারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।