ভাড়ুখালী ফুটবল মাঠে ১৮তম মাদকবিরোধী ঈদ পুনমিলনী ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
”জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও আজিজুল আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ভাড়ুখালী প্রগতি সংঘের সহযোগিতায় পবিত্র ইদ-উল-আযহার পরেরদিন আজ মঙ্গলবার (১৮ জুন ‘২৪) বিকাল ৪.০০ টায় সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ভাড়ুখালী ফুটবল মাঠে ১৮তম মাদকবিরোধী ঈদ পুনমিলনী ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করেন চাকুরীজীবী একাদশ, ব্যবসায়ী একাদশ, ছাত্র একাদশ ও অবশিষ্ট একাদশ। তবে ফাইনাল খেলায় ছাত্র একাদশকে অবশিষ্ট একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয়।
খেলায় অংশগ্রহণকারী সকলকে মাদকবিরোধী স্লোগান সম্বলিত গেঞ্জি এবং ছাতা বিতরণ করা হয়।
আগামী বছর গুলোতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।