শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র অফিস উদ্বোধন দেবহাটায় জেসি ফ্রেন্ডলি গ্রীন স্কুল ডিক্লারেশন প্রোগ্রাম গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের যোগদান ও দায়িত্বভার গ্রহণ সাতক্ষীরায় ফল ও সবজির সংগ্রহোত্তর ক্ষতি কমানো ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষে আলোচনা সভা তালায় সুজনের সভা অনুষ্ঠিত মহাসচিবের সাথে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাতক্ষীরা শাখার মত বিনিময় সভা  সাতক্ষীরায় ACMO এর শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বন্যায় ঘরহারাদের ঘর তৈরি করে দিচ্ছে হুয়াওয়ে কলারোয়ায় ভেঙ্গে পড়েছে সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন ৫ ইউনিয়নের মানুষের দেবহাটায় সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা

জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের বিকাশে দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য আড্ডা

✍️এস এম শহিদুল ইসলাম📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

জেলার গৌরবময় ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির বিকাশে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার উদ্যোগে আজ শুক্রবার (৭ জুন ‘২৪) বিকেলে বসেছিল সাহিত্য আড্ডা। জেলার বরেণ্য সাহিত্য ও সংস্কৃতিজন এ আড্ডায় অংশ নেন।

সাতক্ষীরার নাট্যজগতের অন্যতম গুণী ব্যক্তিত্ব মনিরুজ্জামান খানের পুত্র দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে এ কাব্যিক আয়োজনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বরেণ্য অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কবি শহীদুর রহমান, পল্টু বাসার, কিশোরী মোহন সরকার, সৌহার্দ সিরাজ, শুভ্র আহমেদ ও গুলশান আরা। ছন্দময় আবেশে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু। শুভেচ্ছা জানান জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। উপস্থিত ছিলেন তসনীমুর রহমান ববি, আমিরুজ্জামান বাবু ও আলতাফ হোসেন বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক ৭জুনের গৌরবময় ইতিহাস ও সাতক্ষীরার প্রেক্ষপট উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ৭ জুন টাউনশ্রীপুর যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহিদ হন নাজমুল আবেদিন খোকন, শামসুদ্দোহা খান কাজল, নারায়ণ, মুজিবর রহমান ও আবুল কালাম আজাদসহ ৮জন বীর মুক্তিযোদ্ধা। বক্তারা মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে সাতক্ষীরার রয়েছে গৌরবময় ইতিহাস। এ জেলায় জন্মগ্রহণ করেছেন সিকান্দার আবু জাফর, মোহাম্মদ ওয়াজেদ আলী, খান বাহাদুর আহসান উল্লা (রহঃ), মনোরঞ্জন ঘোষাল, খায়রুল বাসার, জয়ন্ত চট্টপাধ্যায়ের মতো অনেক গুণী ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের বিকাশে জেলার সাংবাদিক, কবি, সাহিত্যিকদের রয়েছে অসামান্য অবদান। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সূচনালগ্ন থেকেই এখানকার মানুষ মিশে আছে আত্মার আত্মীয় হয়ে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প কখনও মানুষকে স্পর্শ করতে পারেনি। অন্যায় অসত্যের বিরুদ্ধে কবি সাহিত্যিকরা জাগরণ সৃষ্টি করেছেন। যেখানে বাঁধা সেখানেই প্রতিবাদ করেছেন কবি-সাহিত্যিকরা। তাদের লেখনিতে ফুটে উঠেছে এ অঞ্চলের গৌরবগাঁথা ইতিহাস। দৈনিক সাতক্ষীরার সকাল সেই ইতিহাসের চর্চা করছে। দৈনিক সাতক্ষীরার সকাল প্রচারবিমুখ কবি, সাহিত্যিক ও লেখকদের পরিচিতি তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহিত্য চর্চার মাধ্যমে দৈনিক সাতক্ষীরার সকাল অতীতের সাথে নতুনের সম্মিলন ঘটাতে চায়। সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে বাঁধতে চায় মানবহৃদয়। বক্তারা নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে দৈনিক সাতক্ষীরার সকালের পক্ষ থেকে ‘শুভেচ্ছা স্মারক’ ক্রেস্ট উপহার দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!