সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে আজ বৃহস্পতিবার (০৬ জুন ‘২৪) কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহ মেয়াদী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১৭তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),সাতক্ষীরা। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সবশেষে সভাপতি “দক্ষতা উন্নয়ন কোর্স” এর প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, এস,এম জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (স:), আর.আই, পুলিশ লাইন্স, সাতক্ষীরা এবং প্রশিক্ষনার্থীবৃন্দ।