পানি কমিটি সাতক্ষীরার আয়োজনে শনিবার বেলা ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেতনা ও মরিচাপ নদী বাঁচাও আন্দোলন কমিটির সভপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম সফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, উত্তরন নির্বাহি পরিচালক শহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নেয়া সাতক্ষীরা জেলার ১, ২, ৬-৮, ৬-৮ নম্বর পোল্ডারের (সম্প্রসারণ) নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে তালাসহ সাতক্ষীরা সদর, কলারোয়া, দেবহাটা ও আশাশুনি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে। কিন্তু নদী খনন প্রকল্প থেকে টিআরএম প্রস্তাবনা বাতিল করায় প্রকল্প থেকে সরকারের প্রত্যাশা অর্জন এবং নদীর ভবিষ্যত নিয়ে নদী ও পানি বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন। এই প্রকল্প গবেষণা প্রতিষ্ঠান আইডব্লিউএম দু’টি নদীর অববাহিকায় টিআরএম বাস্তবায়নের প্রস্তাব রাখলেও উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় টিআরএম প্রকল্প বাতিল করা হয়েছে। ফলে এই প্রকল্প কতটুকু সফল হবে তানিয়ে রিতিমতো শংশয় দেখা দিয়েছে।