সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাজিমগঞ্জ-শীতলপুর সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সন্তোষ শর্মা (৫৭)। তিনি উপজেলার বসন্তপুর গ্রামের মৃত উপেন্দ্র শর্মার ছেলে ও নাজিমগঞ্জ বাজারের গ্লাস হাউসের স্বত্ত্বাধিকারী।
স্থানীয়রা জানান, ব্যবসায়ী সন্তোষ শর্মা সকালে বাড়ি থেকে বের হয়ে নাজিমগঞ্জ বাজারে যাওয়ার সময় পথিমধ্যে নাজিমগঞ্জ-শীতলপুর সড়কে একটি বালুর ট্রাক তাকে বহনকারী যাত্রীবাহি ভ্যানকে সজারে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।