আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহীদ উদ্দিন।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ায় সোমবার ২০ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ১০৫) আসনের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তিনি।
শেখ সাহীদ উদ্দিন ৯০ দশকের তুখোড় ছাত্রলীগ ও যুবলীগ নেতা, সাবেক সাতক্ষীরা জেলা ছাত্রলীগ ও সাবেক সাতক্ষীরা জেলা যুবলীগের সফল সভাপতি, বিএনপি জোট সরকারের আমলে বার বার নির্যাতিত ও কারাবরনকারী নেতা, বর্তমানে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় মনোনয়ন ও বিজয়ের লক্ষ্যে তালা-কলারোয়া নির্বাচনী এলাকার জনসাধারনসহ সকলের নিকট দোয়া চেয়েছেন শেখ সাহীদ উদ্দিন। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, ৯০ দশকের সাবেক ছাত্রলীগ নেতারা ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।