আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা শ্রমিকলীগ আনন্দ মিছিল করেছে।
প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় নির্বাচন ঘোষণা পরবর্তী বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টায় সাতক্ষীরা খুলনা রোড মোড় এলাকায় এক আনন্দ মিছিল বের হয়। এসময় শহরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল খুলনা রোড মোড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সমাবেত হয়।
এসময় জননেত্রী শেখ হাসিনাকে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। পথসভায় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী, জেলা শ্রমিকলীগের সদস্য শেখ আজাদ আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।