মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও কেককাটা মধ্য দিয়ে অনুষ্ঠান পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধক্ষ আশেক-ই-এলাহি, প্রথম আলোর ষ্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জি। জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, আওয়ামীলীগ নেতা এড. আজহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা জানালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান, সাংবাদিক ফরিদ আহম্মেদ ময়না, মোহনা টেলিভিনের দর্শক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠান শুরুতেই স্বগত বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল।
পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ডিসিবি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন।