সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাদের সংগঠন ব্যাংকার’স এ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯ টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তুফান কনভেনশন সেন্টার এন্ড (লেকভিউ)তে গিয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধণ ঘোষণা করেন, বিশিষ্ট সমাজ সেবক ও তুফান কনভেনশন সেন্টারের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. মো.আবুল কালাম বাবলা।
সাতক্ষীরা ব্যাংকার’স এ্যাসোসিয়েশনের আহবায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক ও জনতা ব্যাংক সুলতানপুর বড় বাজার শাখার ম্যানেজার মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন যুগ্ন আহবায়ক ও সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মনিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মো. কবির উদ্দীন, কৃষি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মৃত্যুঞ্জয় সরকার, সোনালী ব্যাংকের খুলনা শাখার এজিএম এ.কে.এম ফারুক ফয়সল, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. ইলিয়াস ইকবাল, অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মো. আব্দুল জলিল, এজিএম শংকর কুমার দাশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল হাসান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক শেখ নিয়াজ হাসান, সাউথ ইস্ট ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যাবস্থাপক রাজিব আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এসপিও শাহিন মোকলেছুর রহমান, জনতা ব্যাংক পাটকেলঘাটা শাখার ম্যানেজার শহীদুজ্জামান, সিটি ব্যাংক মোংলা দিকরাজ উপ-শাখার ব্যবস্থাপক শেখ আক্তারুজ্জামান কাজল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা’র সরকারি-বেসরকারি সকল ব্যাংক কর্মকর্তাদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যংকার’স এ্যাসোসিয়েশন। এর মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। বিভিন্ন সময়ে ব্যাংকারদের নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। আর তাই এই সংগঠনের মাধ্যমে একে অপরের সহযোগিতা করা হবে। ব্যাংকার’স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার ব্যাংকারদের আশার প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেন বক্তারা।” উল্লেখ্য, গত ২৫ আগস্ট একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন হিসেবে সাতক্ষীরা ব্যাংক কর্মকর্তাদের নিয়ে এই সংগঠনটি আতœপ্রকাশ করেছে।