সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকা অফিসের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উক্ত মার্কেট ও মার্কেটের আশপাশের দোকানীসহ জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে। গত মঙ্গলবার ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের ইটাগাছা হাটের মোড়ের হোসনেয়ারা মার্কেট থেকে চুরির ঘটনাটি ঘটে।
পত্রিকা অফিস সূত্রে জানা যায়, ইয়ামাহা ১২৫ সিসির মোটরসাইকেলটি পত্রিকা অফিসের কাজে ব্যবহৃত হতো। ঘটনার সময় পত্রিকাটির একজন কর্মচারী মোটরসাইকেলটি রেখে উপরে দ্বিতীয় তলায় অফিসে আসে ১০ থেকে ১৫ মিনিটের ব্যবধানে সে আবার নিচে গিয়ে মোটরসাইকেলটি নিতে গিয়ে দেখে সেখানে মোটরসাইকেলটি নেই। সাথে সাথে থানা পুলিশকে অবহিত করা হয়। ঘটনাস্থলে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক জাকারিয়া মাসুদ আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে একটি লিখিত অভিযোগ থানায় দিতে বলেন। এ ঘটনায় সাতক্ষীরা থানায় পত্রিকা অফিস থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর ঠিক একই জায়গা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ পত্রিকা অফিস কর্তৃপক্ষ ও দোকানি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে এবং তদন্তপূর্বক মোটরসাইকেলটি উদ্ধারের দাবি করেছেন।