গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, সনদ ও চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস –২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ — বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে বের হওয়া বর্ণাঢ্য শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।
পরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান প্রমূখ। এসময় গোপালগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অঃদাঃ) মো. সাইফুল ইসলাম, গোপালগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলিমুজ্জামান বিটু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাহাবুদ্দিন হিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও ৩ জন যুব ও ১ জন যুব মহিলার হাতে ৫ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।