প্রবীণদের সেবায় প্রজন্মের প্রতিশ্রুতি পূরণে বিশেষ ভূমিকা রাখায় “বাবুলিয়া সেবা সংসদ”কে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহষ্পতিবার রাত সাড়ে সাতটায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে স্মরক প্রদান করা হয়।
৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গত পহেলা অক্টোবর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সেবা সংসদের সদস্যরা বিশেষ নাটক “সাজিদের বাবা” প্রদর্শনের জন্য বিশেষভাবে প্রশংসিত হয়।সেবা সংসদ সাতক্ষীরা মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন,ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা,আদর্ শিক্ষকমণ্ডলী ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন বিষয়ের উপরে জনসচেতনতামূলক প্রচারাভিযানের ভূয়সী প্রশংসা করেন। সিনিয়ার সিটিজেন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সেবা সংসদ বাবুলিয়ার সামাজিক কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানে পাশে থাকার প্রতিশ্রুতিও প্রদান করেন।
এ সময় সেবা সংসদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য রং তুলি আর্ট এর কর্ণধার মোহাম্মদ মহিবুল্লাহ, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোতাহার নেওয়াজ মিনাল, সাধারণ সদস্য সোহেল, জাহাঙ্গীর, মেহেদী, রিফাত,ইমরান, রুহানি প্রমূখ।