“জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস -২০২০” উপলক্ষে গোপালগঞ্জে ভার্চুয়াল প্লাটফর্ম (জুম কনফারেন্সিং এর মাধ্যমে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনায় এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্ম (জুম কনফারেন্সিং এর মাধ্যমে) এ দেশজুড়ে হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে জুম কানেক্টিভিটির মাধ্যমে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, সহকারী কমিশনার ফারজানা ববি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এ এফ এম হাসিবুল চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশ নেন এতে।
অনুষ্ঠানে করোনা সহ মারাত্মক সকল জীবাণুকে ধ্বংস করতে ছোট বড় সকলকে বেশি করে সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।