ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে আইন অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২০) বিকাল ৪টায় সাতক্ষীরার ‘আমরা শ্যামনগরবাসী’র ব্যানারে আনন্দ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, শ্যামনগর (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম জহুরুল হায়দার বাবু।মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অসীম কুমার জোয়ার্দার, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী, নওয়াঁবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম আব্দুল মজিদ, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক অলিউর রহমান, সদস্য আহসান আফরোজ, ইউপি সদস্য মিসেস দেলোয়ারা বেগমসহ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।