সাতক্ষীরার কালিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুনবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯ টা কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জশনে জুলুস র্যালির উদ্দেশ্য রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হয়। বেলা ১১ টায় র্যালির মাধ্যমে ধর্মীয় ফেস্টুন ও স্লোগান সহযোগে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসায় সমবেত হয়ে আলোচনা শেষে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
মোনাজাত শেষে তাবারক বিতরণের মাধ্যমে র্যালির কার্যক্রম সমাপ্ত করা হয়। বিকাল ৫টা থেকে রাত্র ব্যাপি মাদ্রাসা ময়দানে প্রতিষ্ঠানটির সুপারেনটেনডেণ্ট মাও: শাহিনুর রহমানের সঞ্চালনায় ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাও: মুফতি নাসমূস শাহাদাৎ ফয়েজি, মাও: শরিফুল ইসলাম তাহেরি, মাও: আব্দুল আজিজ আল কাদেরি , মাও: আরিফ বিল্লাহ আল কাদেরিসহ স্থানীয় আলেম গণ।