সাতক্ষীরার কলারোয়ায় র্যাব-৬ এর অভিযানে একাধিক নাশকতা মামলা আসামী উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ (৪৫) গ্রেফতার হয়েছে। সে উপজেলা পৌর সদরের ঝিকরা গ্রামের বিশিষ্ট মুড়ি ব্যবসায়ী মৃত আব্দুর রহমানের ছেলে।
আজ শনিবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা র্যাব-৬ এর এএসপি নাজমুল হাসান জানান-তার নেতৃত্বে র্যাব-৬ এর ১০জন সদস্য এ অভিযান পরিচালনায় অংশ নেয়। এমএ সবুজ হাকিমের এর বিরুদ্ধে একাধিক নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী ও দেশ বিরোধী কাজে জড়িত থাকায় তাকে কলারোয়ার কোল্ডষ্টোর এর সামনে থেকে শনিবার বেলা ২টার দিকে গ্রেফতার করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-র্যাব গ্রেফতারকৃত এমএ হাকিম সবুজকে থানায় হস্তান্তর করেছে। সে একাধিক নাশকতা মামলার এজাহার ভুক্ত আসামী। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।