দরিদ্র এবং বেকার কিশোরীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের বাস্তবায়নে তালায় ৩দিনের দর্জি প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
ইন্টারঅ্যাক্টের অর্থায়নে এবং এনসিওর প্রটেক্শন এন্ড জাস্টিস থ্র ইন্টিগ্রেডেট অ্যাপ্রোচ প্রোগ্রামের আওতায় আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। অনুষ্ঠান পরিচালনাসহ স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার রনজিত দাশ। প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণকারী তালা ও মাছিয়াড়া গ্রামের ২টি কিশোর-কিশোরী দলের ২০জন কিশোরীকে গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩দিন প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মারুফা খাতুন। সমাপনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উন্নয়ন সাথী মাধুরী দাশ, কৃষ্ণা পাল ও মৌমিতা দাস সহ উপকারভোগী কিশোরীরা উপস্থিত ছিলেন।