বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার ২৯ সেপ্টেম্বর সকালে শহরের নারকেলতলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মৃত্যুঞ্জয় আঢ্যকে আহবায়ক, যুগ্ম আহবায়ক বাবুলাল মন্ডল ও পরিমল ঘোষকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মৃত্যুঞ্জয় আঢ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট অনিত কুমার মুখার্জি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির আহবায়ক প্রভাষক এম সুশান্ত। এ সময় আরো উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি জোটের সভাপতি নয়ন কুমার সানা, পাল শুভাশিস, প্রভাষক সুকুমার রায়সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কমিটির সদস্য সচিব পরিমল কুমার সরকার।