সাতক্ষীরার কলারোয়া উপজেলা আ.লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির অপরাজনীতি, অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রাতবাদে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভার হলরুমে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ফিরোজ আহম্মেদ স্বপন।
তিনি বক্তব্য বলেন-মাননীয় প্রধান মন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে এগিয়ে আসতে হবে। বিএনপি ও জামায়াতের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করে দেশের স্থিতিশীলতা ও জনগনের মাঝে শান্তি বজায় রাখতে আ’লীগ নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃনমূল স্তরের দলীয় নেতা-কর্মীদের ঐকৗবন্ধ থাকার আহবান জানান। উপজেলা আ’লীগের সিনিয়র সহ.সভাপতি ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগনেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, প্রধান শিক্ষক আজিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ’লীগনেতা মাস্টার হাফিজুর রহমান, মাস্টার জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর ফারহানা হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আকিমুদ্দীন আকি, আ’লীগনেতা শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজনুজ্জামান লিঠু প্রমূখ।