‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে একটি র্যালি শুরু হয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডাঃ রাজীব সরদারের সভাপত্বিতে অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ্বাস, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রজ্ঞা লাবনী দাশ তুলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শরীফ মোঃ আব্দুল মতিনসহ সকল চিকিৎসকরা উপস্থিত ছিলেন।