সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সদর উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে হল রুমে রিসোর্স সেন্টারের সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকারের সভাপতিত্বে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। আপনারাই নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা দেবেন। সঠিক ইতিহাস জেনে নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২১ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলোনা। সে সময়ে মহান স্বাধীনতার সঠিক ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা চিরদিন বেঁচে থাকবোনা। যতদিন বেঁচে আছি একটি সুন্দর ইতিহাস তৈরীর চেষ্টা করি। তাহলে আমাদের সার্থকতা বেঁচে থাকবে। পাঠদানের ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের মতো সম্পর্ক থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, সহকারি ইন্সট্রাক্টর সোলাইমান তালুকদার প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০জন প্রধান শিক্ষক অংশ নিয়েছে।