সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে মেলার সমাপনী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’ লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপ সহকারী প্রকৌশলী শামসুল আলম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ। স্থানীয় সরকার দিবস মেলায় স্টলে অংশগ্রহণকারী উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলীসহ ১২ টি ইউনিয়ন পরিষদকে শুভেচ্ছা স্মারক প্রদান করা। সভায় ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।