সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছী ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের মানুষ ২০০ গজ রাস্তা ইটের সোলিং না হওয়ায় চরম দূর্ভোগের শিকার। স্বাধীনতা যুদ্ধের অন্যতম স্মৃতি কাঁকডাঙ্গা ক্যাম্পের গাঁ ঘেঁষে এ গ্রামটির অবস্থান। পার্শবর্তী গ্রামের সকল রাস্তার উন্নয়ন হলেও এ গ্রামের ২ হাজার মানুষের জীবন রাস্তা পাঁকা না হওয়ায় নানা প্রতিকুলতা কাটিয়ে জীবন যাপন করতে হয়।
স্থানীয় গ্রামবাসী কামাল উদ্দীন, শিক্ষক রোকনুজ্জামান বকুল, গ্রাম ডাক্তার শাহাজান সরদার সহ ভুক্তভোগীরা জানান, বর্ষাকালে তাঁদের দূর্ভোগের যেন অন্ত নেই। বিশেষ করে গভীর রাতে বা জরুরী ভাবে কেউ অসুস্থ হলে চিকিৎসকের নিকট নেওয়ার জন্য হাতে হাতে করে নিতে হয়। কোন যানবাহন ভিতরে প্রবেশ করতে পারে না। কোমলমতী শিশুরা রাস্তায় হাটু কাঁদা থাকায় বিদ্যালয়ে যেতে চাই না। রাস্তাটির ২ প্রান্তে ভাদিয়ালী ও কাঁকডাঙ্গায় পাঁকা সড়ক থাকলেও এ গ্রামের মানুষের কোন উপকারেই আসে না। এক প্রান্তে মান্দাতা আমলের কিছু ইটের সোলিং থাকলেও তা এখন চলাচলের অনউপযোগী হয়ে আছে।এ গ্রামের মানুষের প্রাণের দাবী ২০০ গজ রাস্তা পাঁকা করণ বা ইটের সলিং না হলে নতুন আত্বীয়তা পর্যন্ত বন্ধ আছে। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কষ্ট লাঘবে ২ প্রান্তের পাঁকা সড়কেড় সাথে গ্রামটির সংযোগ স্থাপনে পাঁকা রাস্তা নির্মাণের জোর দাবী করেছেন।
এ বিষয়ে স্থানীয় কেঁড়াগাছী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল এ প্রতিবেদকের নিকট গ্রামবাসীর দূর্ভোগের কথায় দুঃখ প্রকাশ করে বলেন, বরাদ্দ অনেক কম। গ্রামটি ৯ নং ওয়ার্ডের আওতায়। আগামী বর্ষা মৌসুমের আগে প্রকল্প গ্রহণ করে ইট বসানোর ব্যবস্থা করবেন।