রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্পাইন সোসাইটির জীবন সদস্য হলেন সামেকের ডা. পলাশ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ নির্যাতিত-তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে-সাতক্ষীরায় তারেক রহমান দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরামের সমাবেশ দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা সাতক্ষীরার সাবেক দুই এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর ও কাজী মনিরুজ্জামানসহ ৪৭জনের নামে মামলা হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে-তারেক রহমান সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ সহ ১৬ জনের নামে মামলা সাতক্ষীরার সদর থানার সাবেক ওসি এমদাদ শেখসহ ২১ জনের নামে আদালতে মামলা

১৩ দিন পর ভোমরা স্থলবন্দর থেকে চট্টগ্রামের এক ব্যবসায়িকে উদ্ধার পুলিশের

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

চট্রগ্রামের এক ব্যবসায়িকে ১৩ দিন পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভোমরা স্থল বন্দর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়িকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়শনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খানৈর ম্যানেজার মহসিনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত ব্যবসায়ির নাম সাউদ সাদাত (৪৮)। তিনি চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ এলাকার সামছুল আলমের ছেলে। তাকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়শনের সাধারণ সম্পাদক মাকসুদ খানের ম্যানেজার মহসিনের ভোমরার বাড়িতে আটক রেখে শারিরীক ও মানষিক নির্যাতন করছিল বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তার স্ত্রী।

ব্যবসায়ির স্ত্রী ফারহানা রেজা জানান, গত ১ সেপ্টেম্বর শুক্রবার তার স্বামীসহ তিনজন ব্যবসার কাজে সাতক্ষীরার ভোমরা স্থল বদরের নাম করে বাড়ি থেকে রওয়ানা হন। ভোমরায় আসার পর ভোমরা স্থলবন্দরের সাধারণ সম্পাদক মাকসুদ খান সাথে থাকা অপর দু’জন ব্যবসায়িকে চলে যেতে বলনে। এবং তার ব্যবহৃত ফোনটি নিয়ে নেন। পরে তার স্বামী অন্য একটি নাম্বার দিয়ে তার স্ত্রীকে জানান, তাকে ভোমরায় একটি রুমে আটক রাখা হয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়শনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান জানান, তার সাথে চারমাস ধরে ব্যবসা চলছিল। লেনদেনও ভালো ছিল। হঠাৎ কোরবানি ঈদের দশদিন আগে তার কাছ থেকে এক কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ নিয়ে আর টাকা দেয়নি। এবিষয়ে চট্টগ্রামের হাটহাজারি থানা ও সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তাকে আটক রাখার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমার ম্যানেজারের সাথে একসাথে একরুমে থাকতো, খাওয়া-দাওয়া করতো। ১৭ সেপ্টেম্বর রববিার তার পাওনা ৫০লাখ টাকা দয়োর কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয় সেজন্য তিনি এই অপহরনের তিনি নাটক তৈরী করেছে বলে দাবী করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক ব্যক্তিকে ভোমরায় আটক রাখা হয়েছে। তাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ব্যস্ততার কারনে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!