সাতক্ষীরা সদর উপজেলা’র আলিপুর মাঝেরপাড়া এলাকার আহসান হাবিব (১৮)। দীর্ঘদিন ধরে হার্টের রোগে আক্রান্ত তবে এবার চিকিৎসক জানিয়েছেন হার্টের দুইটা ভালভ নষ্ট হয়ে গেছে ও পাকস্থলীতে গুরুতর সমস্যা ধরা পড়েছে।
আহসান হাবিবের পিতা হামিদ খান ৪ বছর আগে মারা গেছে ফলে অসুস্থতার মাঝেও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন আহসান হাবিব। বুকের চিকিৎসা না করিয়ে সংসারের বোঝা দীর্ঘদিন ধরে বইয়ে বেড়াচ্ছেন তিনি। পারিবারিক অসচ্ছলতায় তার আর চিকিৎসা করানো সম্ভব হয়নি। এদিকে দিনকে দিন যত পার হচ্ছে ততই তার হার্টের ভালভ নষ্ট হয়ে যাচ্ছে।
আহসান হাবিব বলেন, বাবা-মারা যাওয়ার পর অর্থ সংকটের জন্য আর অপারেশন করতে পারিনি। এখন আমার হার্টের সমস্যাটা দিন দিন বেড়ে চলছে। কিছুদিন আগে সাতক্ষীরায় ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বললেন- যতদ্রুত সম্ভব হার্টের অপারেশন করাও। ঢাকায় গিয়ে অপারেশন করতে প্রায় ছয় লক্ষ টাকার প্রয়োজন। স্যারকে বললাম স্যার আমার কাছে তো এত টাকা নেই আমি কিভাবে করাব? শুনে ডাক্তার বললেন- কিছুই করার নেই। যদি বাঁচতে চাও চিকিৎসা করাও। না হয় তোমার সমস্যা আরও বেড়ে যাবে।’
এদিকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল ইমরান হুসাইন পলাশ ও সংগঠন এর সদস্য হাবিব তাদের জন্য কিছু আত্মিক সহযোগিতা করেছেন। এবং সকলের তার পাশে এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন।
দরিদ্র এই পরিবারের পক্ষে এত টাকা জোগার করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে তিনি সহায়তা কামনা করেছেন। সহযোগিতা পাঠানোর নাম্বার আহসান হাবিব (০১৯৩৮১৮২৫৬৭)।