বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাবেক সভাপতি, ডিবি ইউনাইটেড হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকী আর আমাদের মাঝে নেই।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনা সোনাডাঙ্গা হেলথ্ কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩) রাত ৮টায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে সাবেক প্রধান শিক্ষক আশরাফ আলী সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দু্ল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, মোশারাফ হোসেন, ডলি রানী দেবনাথ প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলসহ ম্যানেজিং কমিটির সদস্যরা।
এছাড়া মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাসহ অন্যান্যরা।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেনসহ অন্যরা।