সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলমগীর আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় উপজেলার বিছুট বাজারে সহস্রাধিক মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করা হয়। ইউপি সদস্য মাস্টার মোকছেদ গাজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোকছেদ মোড়ল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব রশিদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসিম চক্রবর্তী, আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম লিটন, পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস, ইউপি সদস্য আলমগীর আলম, আনন্দ কুমার দাস, জিয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, আকলিমা খাতুন, হোসনেয়ারা খাতুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক এটিএম প্রমুখ।
বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্ত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ষড়যন্রকারীরা পায়তারা চালিয়ে যাচ্ছে। আনুলিয়া ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্ত করতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে অপপ্রচার এবং মিথ্যাচার চালিয়ছ যাচ্ছে। এলাকার নামধারী সস্ত্রাসী, বিভিন্ন হত্যা মামলার আসামী এবং বিএনপি-জামায়াতের নাশকতা মামলার আসামীরা সরকারের সমালোচনায় মদদ দিচ্ছে। তাই ষড়যন্রত্রকারী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, ফারুকুজ্জামান, সাহাবুদ্দীন, নয়ন, মুক্তার ও আসাদুলসহ ষড়যন্রকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।’ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক নারী পুরুষের সমাগম ঘটে। এসময় এলাকাবাসী ষড়যন্রকারীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্রী ও পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহরুল ইসলাম।