সোমবার, ০৫ জুন ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আঞ্চলিক জলবায়ু শীর্ষ সম্মেলন- ২০২৩ এর জন্য ফলপ্রসু এবং অন্তদৃষ্টিপূর্ণ স্টেকহোল্ডার পরামর্শ সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হযরানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন দুই দিনব্যাপী সাতক্ষীরায় বিজ্ঞান মেলার উদ্বোধন তালায় বিদ্যুৎস্পৃষ্টে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু ফাইম কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক নির্বাচিত কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সচিব হামলায় শিকার।। থানায় অভিযোগ কালিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কালিগঞ্জে মিথ্যা মামলা থেকে পরিত্রাণ ও পাওনা টাকা পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন  কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ধুলিহর ইউনিয়নে ৭ কোটি ১৩লক্ষ টাকা ব্যয়ে মাটিয়াডাঙ্গা গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে বহুল প্রীক্ষিত ও কাঙ্খিত মাটিয়াডাঙ্গা গার্ডার ব্রিজ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ মে) বিকাল ৫টায় মাটিয়াডাঙ্গা বাজারে ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ধুলিহর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মাটিয়াডাঙ্গা, সুকদেবপুর ও যুগিপোতাসহ বিভিন্ন এলাকা খুবই অবহেলিত ছিল। রাস্তা-ঘাট, বিদ্যুৎ ও ব্রিজ ছিলোনা। এই এলাকার মানুষের অনেক কষ্ট ছিল। তাদের কষ্ট লাঘবে জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বিদ্যুৎ, রাস্তা ও ব্রিজ দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে আনতে হবে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে ইনশাল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নিবাহী কমিটির সদস্য এস এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ধুলিহর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সাতক্ষীরা জেলা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মানিক হোসেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদার ইকবাল জমাদ্দার, ধুলিহর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সালমা সুলতানা শিল্পী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, যুবনেতা এডিশনাল পিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা ও আনন্দ রজব প্রমুখ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বাস্তবায়নে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চেইন ৫৬২০ মি. এ ৯৬.০০ মি. পিএসসি গার্ডার ব্রিজ যার প্রাক্কলিত মূল্য ৭ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৩৭৮ টাকা ব্যয়ে সদরের ধুলিহর ইউনিয়নে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ও এলাকার সকলেই বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি মহোদয়ের নামকরণে মাটিয়াডাঙ্গা ব্রিজটি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ব্রিজ নামকরণ করার দাবি জানান। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবুসানা)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৪৭ অপরাহ্ণ
  • ২০:১২ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!