গাজীপুরের কালিয়াকৈরে ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলায় এক ভখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার উত্তর রাঙ্গামাটি এলাকা থেকে সিফাত হোসেন(১৮) নামের ওই ভখাটে যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সিফাত রাঙ্গামাটি এলাকার ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, স্কুলে যাওয়া –আসার পথে বিভিন্ন সময় ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও প্রেম প্রস্তাব করতো সিফাত। প্রস্তাবে রাজি না হওয়ায় ২৭ সেপ্টেম্বর রাতে পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে। ওই স্কুল শিক্ষার্থীর শয়ন কক্ষে ডুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে পরিবার অন্যান্য লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সিফাত। পরে শিক্ষার্থীর মা বাদি হয়েছে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ গেলো রাতে সিফাতকে গ্রেফতার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, মামলার প্রেক্ষিতে সিফাতকে গ্রেফতারের পর আজ সকালে আদালতের মধ্যেমে জেল হাজাতে পাঠানো হয়েছে।