সাতক্ষীরার কালিগঞ্জে দি-হাঙ্গার প্রোজেক্টের আয়োজনে “গণতান্ত্রিকভাবে নিযুক্ত শান্তিময় এবং অন্তর্ভুক্ত নাগরিক” শীর্ষক ফলোয়াপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২০) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে সুজন উপজেলা শাখার সভাপতি ও পিপিজি গ্রুপের এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রোজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু। পিপিজি গ্রুপের উপজেলা সমন্বয়কারী ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি এবং সাবেক এ্যাম্বাসেডর জননেতা সাঈদ মেহেদী।
এসময় আরও বক্তব্য রাখেন, দিহাঙ্গার প্রোজেক্টের পিপিজি গ্রুপের সদস্য ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, উজ্জীবনী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাবেক এ্যাম্বাসেডর ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, প্রবীন শিক্ষিকা ইলাদেবী মল্লিক, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশেক মেহেদী,
শিক্ষিকা ও কন্ঠশিল্পী কনিকা রানী সরকার, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের শিক্ষক সৈয়েদ মাহমুদুর রহমান, কেন্দ্রীয় জাতীয় পাটির সদস্য, সমাজসেবক সাফিয়া পারভীন, ইউপি সদস্যা শ্যামলী অধিকারী, দি হাঙ্গার প্রোজেক্টের কালিগঞ্জের সমন্বয়কারী আনিছুর রহমান প্রমুখ।