প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২২, ৪:৩৮ পি.এম
বিজয় দিবসে ভোমরা ইমিগ্রেশনের সাথে ভারতের বিএসএফ ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশের ইমিগ্রেশন ও ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। সাতক্ষীরার ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তের জিরো পয়েন্টে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হয়।
ভারতের বিএসএফ ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি প্রদান করা হয়।
বাংলাদেশ ইমিগ্রেশনের পক্ষে নেতৃত্ব দেন ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন।
এসময় ভারতীয় বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অভিনাস, ইমিগ্রেশন পুলিশ এর এএসআই অনুপ দত্তসহ উভয় দেশের ইমিগ্রেশন ও বিএসএফ এ ইমিগ্রেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 DESHTIMES 24. All rights reserved.