বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :

আশাশুনিতে “জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত-মানবাধিকার লঙ্ঘন মোকাবেলায় করনীয়” শীর্ষক পরামর্শ সভা

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে

১৪ ডিসেম্বর ২০২২ তারিখ, বুধবার সকাল ১১টায় ও বিকাল ৩টায় উন্নয়ন সংগঠন স্বদেশ সাতক্ষীরা’র আয়োজনে ও ইউএনডিপি এর সহায়তায় আশাশুনি আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কমিউনিটি সদস্যদের অংশগ্রহনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস এবং আবু দাউদ ঢালীর এর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোটইয়ার্ড মিটিং, ইযুথ ক্যাপাসিটি বিল্ড-আপ ট্রেনিং, লারনিং শেয়ারিং মিটিং ও কমিউনিটি ম্যাপিং থেকে প্রাপ্ত তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। স্বদেশ সংস্থার পক্ষ থেকে প্রকল্প সমন্বয়ক বিশ্বজিত দত্ত ও শেখ মোতাহার হোসেন তথ্য উপাত্ত উপস্থাপন করে বলেন, বৈশ্বিক জলবায় পরিবর্তনে বিশ্ব উষ্ণায়ন বেড়ে গেছে এবং এর অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ বাংলাদেশ ও এর উপকূলে অবস্থিত ইউনিয়ন সমুহ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঝড়, সাইক্লোন, নদীভাঙ্গন, উপকূল সুরক্ষাবঁাধ ভাঙ্গন এখন উপকূলবাসী তথা সাতক্ষীরা জেলার উপকূলের মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিবছর একাধিকবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আঘাতে হারাচ্ছে সম্পদ, কৃষিজমি, গবাদিপশু, বৃক্ষরাজি প্রভৃতি এবং ভেঙ্গে পড়েছে আর্থিক অবস্থা; ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, সেনেটারি ও হাইজিন ব্যবস্থা সহ নাগরিক ও সামাজিক নিরাপত্তা। ফলে মানুষ বাস্তচ্যুত হতে এবং বসত ভিটা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিনত হয়ে কর্মহীন, মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। স্বাভাবিক জীবনব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যা মানুষের বেঁচে থাকার সকল মৌলিক অধিকারসহ বিভিন্ন মানবাধিকারকে ক্ষুন্ন করছে। এসকল বিষয় মোকাবেলায় স্থানীয় উদ্যোগ ও উত্তরণের কৌশল নির্দ্ধারনে সকলের সুচিন্তিত মতামত আগামী দিনের নাগরিক জীবন ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখবে। সভায় পরিষদের চেয়ারম্যান সহ উপস্থিত মেম্বর, সুশীল সমাজ প্রতিনিধি এবং দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যগন পরামর্শ মুলক মতামত প্রদান করেন। তারা আগামী দিনে যাতে মানুষের সকল প্রকার মানবাধিকার সুরক্ষিত হয় তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!