মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :

গোপালগঞ্জে “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও হতদরিদ্রের মাঝে দেওয়া উপহারের ঘরে বসবাসরত আশ্রয়নবাসীর সফলতার গল্পের ভিত্তিতে প্রকাশিত “স্বপ্নের ঠিকানা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানা। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায়, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ২৫ জন সফল উদ্যোক্তার সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে “স্বপ্নের ঠিকানা বইটিতে।

প্রসঙ্গতঃ গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের পরিকল্পনা ও সম্পাদনায় এই বইটি প্রকাশিত হয়েছে। এতে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বাসিন্দারা আত্ম কর্মসংস্থানে নিয়োজিত হয়ে একসময় স্বাবলম্বী হয়ে উঠবে এবং সারাদেশে এটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে সেই প্রয়াসে এই বইটির আত্মপ্রকাশ বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!