সাতক্ষীরার তালা প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকাল উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে আদমশুমারী ২০২১ এ দলিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তভুক্তির দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
এসময় মানবন্ধন উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিডিইআরএম কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক জয়ন্তী রানী, বিডিইআরএম সভাপতি দিলীপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি জুয়েল সরকার।
এসময় বক্তরা আরও বলেন, প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারী হয়। সর্বশেষ পঞ্চম আদমশুমারী হয়েছিল ২০১১ সালে। এবার ষষ্ট আদমশুমারী হতে যাচ্ছে ২০২১ সালে। ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারী পর্যন্ত আদমশুমারীর তথ্য সংগ্রহ করা হবে। তবে এবার আদমশুমারী নয়, এর নাম হবে জনশুমারী ও গৃহগনণা এবং আদমশুমারীতে আগামী ২০২১ এ দলিত ও বঞ্চিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তভুক্তির দাবীতে তালায় এ মানববন্ধন পালিত হয়।