সাতক্ষীরার তালার আলোচিত কিশোরী বিউটি মন্ডল আত্মহননে প্ররোচনার মামলায় অভিযুক্ত একমাত্র আসামী বখাটে যুবক মৃতুঞ্জয় রায়ের উপযুক্ত শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলার দলুয়া বাজারে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্যে রাখেন, মানবাধিকার কর্মী মাধব দত্ত, শিক্ষক দিব্যন্দু সরকার, শিক্ষক গাজী মোমিন উদ্দিনসহ আত্নহননকারী বিউটির সহপাঠীরা।
বক্তারাবলেন, বিবস্ত্র একটি ছবির সাথে কিশোরী বিউটি মন্ডলের ছবি জুড়ে ফেইসবুকে ভুয়া আইডি খুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপমান ও লোকলজ্জার ভয়ে গত ৯ সেপ্টেম্বর আত্মহনন করে কলেজ ছাত্রী কিশোরী বিউটি মন্ডল। বক্তারা এ সময় আত্মহননে প্ররোচনাকারী বখাটে যুবক মৃতুঞ্জয় রায়ের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান।