বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী টুঙ্গিপাড়ায় ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা মুছা’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ জীবিত নারীকে মৃত দেখিয়ে ওয়ারেশ কায়েম সনদ দেওয়া ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দক্ষিণ খুলনার অস্ত্র ও মাদকের গডফাদার ওজিয়ার গ্রেফতার সাতক্ষীরায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বিপাকে নিম্ন আয়ের মানুষ সাতক্ষীরায় কনস্টেবল ও নায়েক পুলিশ সদস্যদের “দক্ষতা উন্নয়ন কোর্স” এর সমাপনী ও সনদপত্র বিতরণী  বৃষ্টির জন্য তালায় বিশেষ নামাজ আদায়

সাতক্ষীরা ইসলামী হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনায় লিখিত অভিযোগ দায়ের

✍️মুশফিকুর রহমান রিজভি📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড কর্তৃপক্ষের অবহেলায় জন্মের সময় মা হারানো ০৮দিন বয়সী শিশু আয়েশা মৃত্যুর ঘটনায় এবার লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির বাবা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত এ অভিযোগ দায়ের করেন তিনি।

লিখিত অভিযোগে শিশু আয়েশার বাবা সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সরসকাটি গ্রামের ক্ষেত্রপাড়ার বাসিন্দা আনারুল গাজী তার ০৮দিন বয়সী শিশু কন্যার মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং অবহেলাকে দায়ী করে এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনের কাছে অনুরোধ জানিয়েছেন।

এদিকে শিশু আয়েশা মৃত্যুর ঘটনায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড কর্তৃপক্ষের অবহেলার একটি ভিডিও এবং গণমাধ্যমের বস্তুনিষ্ট সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগের পাশাপাশি আয়েশা মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নানাবিধ মন্তব্য করছেন নেটিজেনরা।

সাতক্ষীরার বেশিরবাগ সামাজিক-স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনগুলো হাসপাতাল কর্তৃপক্ষের অনিয়ম-অব্যবস্থাপনা এবং আয়েশা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডকে বয়কটের ঘোষণা দিয়েছেন।

তবে এ ঘটনায় এখনো মুখে কুলুপ এটে রয়েছে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড কর্তৃপক্ষ। অফিশিয়ালি তারা এ নিয়ে কিছু না জানালেও গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে, ‘দায়িত্বে অবহেলার কারণে আয়েশার মৃত্যু হয়নি’ বলে দাবি করেছেন হাসপাতালটির এডমিন আনোয়ার হোসেন।

শিশু আয়েশার বাবার লিখিত অভিযোগ প্রসঙ্গে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৬টার দিকে শিশু আয়েশাকে রক্তশূণ্যতা জনিত অসুস্থতার কারণে ‘শিশু ও জেনারেল হাসপাতাল’ কলারোয়ার চিকিৎসক ডা. ঈসমাইলের পরামর্শে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডে ভর্তি করা হয়। ভর্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির শারিরীক অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে তিন দিন ভর্তি রেখে রক্ত দিলেই সে আবারও সুস্থ্য হয়ে উঠবে বলে জানান।

হাসপাতাল কর্তৃপক্ষের কথামতো রক্তের ব্যাবস্থা করা হয় কিন্তু ইসলামী হাসপাতালের কেউ ওই শিশুকে ক্যানোলা পরাতে পারবেনা বলে জানায়। ফলে বাধ্য হয়ে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ক্যানোলা পরিয়ে আনা হয়। রক্ত ও ক্যানোলা রেডি করার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ইসলামী হাসপাতালের কোন চিকিৎসক বা নার্স আয়েশার পাশে আসেনি। আয়েশার বাবা বারবার নিচতলা থেকে উপরতলা পর্যন্ত হাসপাতাল কতৃপক্ষের কাছে ছুটে গিয়ে তার বাচ্চাকে দেখার অনুরোধ জানালেও তারা বাচ্চার পাশে আসেনি। একপর্যায়ে রাত সাড়ে এগারোটার দিকে শিশু আয়েশার মৃত্যু হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!