শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে আইন শৃঙ্খলা, চোরাচালান ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ন‌ওয়াবেকী ও হরিনগর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং আশাশুনিতে চেউটিয়া খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কলারোয়ায় চাঁদাবাজ, ভুমিদস্যু ও আদম ব্যবসায়ী তফুরার হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন কলারোয়ায় গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ সাতক্ষীরায় কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষে গোডাউনে মজুদ করা ১৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ জাতীয় ছাত্র সমাজের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা, আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ 

ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ বার পড়া হয়েছে

পুলিশ সন্তানের মিশনের টাকা নিজের সারাজীবনের সঞ্চিত অর্থ ও ব্যাংক ঋন নিয়ে কিনেছিলেন সোয়া ৮ শতক জমি। ক্রেতা-বিক্রেতার মধ্যে কোন সমস্যা না থাকলেও সমস্যা সৃষ্টি হয়েছে ভূমিদস্যু ও চাঁদাবাজদের।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের লেবু মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন (দুলাল মোল্লা) এ জমি কিনে ভোগান্তিতে পড়েছেন ।

জানাযায়, রাজধানীর জোয়ার সাহারা মৌজার ক্যান্টনমেন্ট থানার মানিকদী মাটিকাটা এলাকায় ৫ কাঠা ডোবা জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলো। কিন্তু ওই জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় দালালচক্র, ভূমিদস্যু ও চাঁদাবাজরা নিজের জমিতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ওই মুক্তিযোদ্ধাকে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রেসক্লাব গোপালগঞ্জে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন এসব কথা বলেন ।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ঢাকা সিটি জরিপে ৩নং মৌজা “জোয়ার জে, এল: সি, এস ২৭১, আর.এস ৬ দাগের ৮.২৫ শতাংশ (৫ কাঠা) ডোবা জমি ৪৫ লক্ষ টাকা দিয়ে মৃত বাচ্চু মিয়াজীর ছেলে জাবেদ আলী মিয়াজীর কাছ থেকে ক্রয় করি। জমিটি আমার নিজের নামে (বীর মুক্তিযোদ্ধ আফতাব উদ্দিনের নামে) নামজারী হয় ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে যাহার নং- ৮৫৩২/ ২০-২১। সম্পূর্ণ বৈধ ও আইনি প্রক্রিয়ায় জমিটি ক্রয় করে দখলে যেতে পারছিনা ।

আমার কাছে জমির দালাল আসাদ খান ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে, আমি টাকা দিতে অস্বীকার করার দালাল ও তার সাথে জড়িত দৈনিক ভোরে পাতার সাংবাদিক খন্দকার মোজাম্মেল, স্থানীয় ভূমি দস্যুদের দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে ও জমিতে যেতে বাঁধা দেয়।

গত ১১ ই সেপ্টেম্বর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকায় রিপোর্টার ইউছুফ আলী বাচ্চুর নামে প্রকাশিত আমার ও আমার ছেলের নামে যে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশ করে আমার সম্মানের হানি করছে আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জমিটি বিক্রয় করার জন্য স্থানীয় এক ব্যাক্তির সাথে কথা বলতে গেলে খন্দকার সাংবাদিক মোজাম্মেল হোসেন এসে বলে আমি এই জমির বায়না করেছি, এই জমি আপনি বিক্রয় করতে পারবেন না। তখন আমি তাকে বলি আমি এই জমি সাব কবলা মূলে মালিক। তখন তিনি বলেন আপনি যে টাকায় জমি কিনেছেন তা খুব সামান্য। এখন এই জমির দাম অনেক বেশি। এখান থেকে আমাকে ও আসাদ খানকে টাকা দিতে হবে, তা না হলে আমি ও আমার সাথে আরো সাংবাদিক আছে সবাইকে নিয়ে জমি বিক্রি করতে বাঁধা দেবো। আমাকে টাকা না দিলে আপনার ও আপনার ছেলের বিরুদ্ধে নিউজ করে জ্বালা দেব। আমাকে ও আমার সাথীদের টাকা না দিলে জমি কি ভাবে বিক্রয় করেন তাও দেখে নেবো। দৈনিক ভোরের পাতার খন্দকার মোজাম্মেল প্রতি নিয়ত আমাকে হুমকী দিতে থাকে। ওই ভূমিদস্যু ও সাংবাদিক মোজাম্মেলের অত্যাচার থেকে রেহাই পেতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

এ ব্যাপারে আমি ১৬ জানুয়ারি ২০২১ তারিখে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ২৯ আগষ্ট ২০১২ তারিখে ঢাকা বিজ্ঞ মহানগর হাকিম -এর আদালতে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!