বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাচনে আলোচনায় তালার আমিনুল ইসলাম দেবহাটায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময় ডাক্তার ফয়সাল ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ছিনিয়ে বেধড়ক মারপিট নেটওয়ার্ক আধুনিকায়নের লক্ষ্যে বাংলালিংক ও হুয়াওয়ের চুক্তি   উপকূল গবেষণায় লিডার্স কর্তৃক বৃত্তিপ্রদান তালার প্রতিবন্ধী এক নারীর যাতায়াতের রাস্তা আটকানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন তালায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবলুর রশিদের মতবিনিময় সাতক্ষীরার রমজান আলী হত্যা প্রচেষ্টা মামলায় দুই আসামীর গ্রেপ্তারী পরোয়ানা জারি তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা সমমনা সংগঠনের সাথে মিটিং

ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় কলারোয়ায় আবারো আসামীর আবারো হামলা

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হামিদপুরে জবরদখলকৃত জমি উদ্ধার করতে আদালতে দেওয়ানী মামলা করার প্রতিবাদে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে না নেওয়ায় ওই গৃহবধুর ছেলে ও ননদকে পিটিয়ে জখম করা হয়েছে। থানায় অভিযোগ দেওয়ায় ওই গৃহবধুর ছেলেকে দিয়ে আসামীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার মিথ্যা অভিযোগ করা হয়েছে বর্তমানে ওই গৃহবধু ও তার পরিবারের সদস্যরা ওই আসামীর হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন।

কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের হামিদপুর গ্রামের এক প্রায় অশিক্ষিত কৃষক জানান, তারা তিন ভাই ও চার বোন। পৈতৃকসূত্রে ভিটা ও বিলান মিলে ৫ বিঘা সম্পত্তির মালিক তারাসহ ১৩ জন শরীক। ১৯৯০ সালে তিনি প্রথম বিয়ে করার সময় বউ দেখতে এসে ঘরের টিনের বাক্স ভেঙে দলিলসহ মূল্যবান কাগজপত্র চুরি করে তা আত্মসাৎ করে তাদের প্রতিপক্ষ আলম দফাদারের ছেলে শহীদুল ইসলাম দফাদার। পরে শহীদুল ও তাদের শরীকরা সেটেলমেন্ট অফিসে আর্থিক সুবিধা দিয়ে তাদের(কৃষক) একাংশ জমি বর্তমান মাপ জরিপে রেকর্ড করে নিয়েছে। গায়ের জোরে ২০ শতক ভিটা জমি ও সকল বিলান জমি দখলে নিয়েছে শহীদুল ও তার সহযোগিরা। বর্তমানে চার শতক ভিটার উপর ঘর বানিয়ে তিনি বসবাস করছেন। শহীদুলের ছেলে রাতুল দুবাইতে থাকার সুবাদে টাকার প্রভাব খাটিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছে। জমির রেকর্ড সংশোধনের জন্য তিনিও তার শরীকগণ ২০২১ সালে ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালে তিনটি ও কলারোয়া সহকারি জজ আদালতে একটি দেওয়ানী মামলা করায় শহীদুল ও তার শরীকরা বেপরোয়া হয়ে ওঠে। তাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ দেওয়া হয়। মামলা তুলে নিতে রাজী না হওয়ায় তার স্ত্রীকে গত ২৭ মে ঘরের মধ্যে ফেলে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে গত পহেলা জুন শহীদুলের নাম উল্লে­খ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা দায়ের করে। রাতেই পুলিশ শহীদুলকে গ্রেপ্তার করে। ২৯ জুন সে জেলা ও দায়রা জজ কোর্ট থেকে জামিনে মুক্তি পায়। এরপর থেকে শহীদুল মামলা তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছিল শহীদুল। মামলা তুলতে রাজী না হওয়ায় গত ৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে শহীদুল তাদের বাড়িতে এসে গালিগালাজ করতে থাকে। আপত্তি করায় তার বোন ও ছেলেকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তিনি(কৃষক)থানায় অভিযোগ দিলে নিজেকে রক্ষা করতে নিজের স্ত্রীকে দিয়ে ভাতিজার বিরুদ্ধে কাল্পনিক ধর্ষণের চেষ্টার অভিযোগ দিয়েছে। দুইপক্ষের অভিযোগ পেয়ে পুলিশ কৌশলে আলোচনার মাধ্যমে মীমাংসা করে নেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে তারা শহীদুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের হুমকি ধামকিতে বাড়িতে উঠতে পারছেন না।

এ ব্যাপারে শহীদুল ইসলাম দফাদার জানান, তিনি রেকর্ডমূলে পাওয়া জমি দখল করে আছেন। রেকর্ড সংশোধন করে তবেই জায়গা থেকে সরাতে হবে।

কলারোয়া থানার উপপরিদর্শক রঞ্জন কুমার মালো জানান, পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ায় উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। বসাবসির মাধ্যমে শান্তি ফিরে না এলে মামলা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!