মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :

নানা আয়োজনে সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবস পালিত

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৫৭ বার পড়া হয়েছে

“বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রসাশন ও বনবিভাগের পক্ষ থেকে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জনপ্রতিনিধি, সংবাদকর্মী, উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা র্যা।লিতে অংশ নেন।

বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

আলোচনা সভার শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোঃ ওয়াছিউল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজা রশিদ, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী, সদ্য বিদায়ী বন সংরক্ষক এম এ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ জামান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি জিএম আকবার কবির প্রমূখ।

বক্তারা বলেন, বাঘ সুন্দরবনের প্রহরীর দায়িত্ব পালন করে। তাই সুন্দরবনকে রক্ষায় বাঘ যাতে হৃাস না পায়,সেদিকে সবার যত্নবান হতে হবে। ২০১৮ সালের সর্বশেষ জরিপে বাঘের সংখ্যা দাড়ায় ১১৪টি। পরিসংখ্যানটি সুন্দরবনে বাঘ ব্যাপকভাবে কমে যাওয়ার ইঙ্গিত দেয়। চলতি সালের শেষের দিকে সুন্দরবনে আবারো জরিপ করা হবে। বাঘের সংখ্যা বাড়লে সেটি সবার স্বস্তির কারণ হবে বলে জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!